নীতিমালা
নীতিমালা
সাধারণ এলাকার নীতিমালা:
- সাধারণ এলাকায় কোন কবর সংরক্ষনের অনুমতি দেওয়া যাবে না। তবে বিশেষ শর্তানুযায়ী, সাধারণ এলাকায় কোন কবর ১৫/২৫ বছর মেয়াদী সংরক্ষনের ক্ষেত্রে ৩ (তিন গুন) ফি পরিশোধ করতে হবে।
- সাধারণ এলাকায় দাফনের জন্য বড় কবর (৮'-০" X ৪'-০"), মাঝারি কবর (৫'-০" X ৩'-০") ও ছোট কবরের (৩'-৬" X ২'-০") জায়গা চিহ্নিত থাকবে।
- সাধারন এলাকায় কবরসমূহে বাশঁ, ইট, লোহার গ্রিল দিয়ে স্থায়ী অবকাঠামো বা বেড়া দেওয়া যাবে না।
- প্রত্যেক কবরস্থানে সাধারণ এলাকায় সর্বোচ্চ ২ বছর অন্তর অন্তর কবর চালা দেওয়া যাবে।
- কোন স্বীকৃত প্রতিষ্ঠান কতৃক বেওয়ারিশ লাশ দাফন করার জন্য রায়ের বাজার স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানের ৪ নং ব্লকের ৬ ও ৭ নং লাইন নির্ধারণ করা হলো।
- সাধারণ এলাকায় সংরক্ষিত কবরে দাফনকৃত ব্যাক্তির ওয়ারিশগণ (পিতা/মাতা/স্বামী/স্ত্রী/পুত্র/কন্যা/সহোদর/সহোদরা) কে দাফন করা যাবে।
সাধারণ নীতিমালা:
- ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন ৬ টি কবরস্থান রয়েছে -
ক) বনানী কবরস্থান
খ) উত্তরা ৪ নং সেক্টর কবরস্থান
গ) উত্তরা ১২ নং সেক্টর কবরস্থান
ঘ) উত্তরা ১৪ নং সেক্টর কবরস্থান
ঙ) মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান এবং
চ) রায়ের বাজার স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থান
- সংরক্ষিত বা সাধারণ কবরে ছোট জাতের ফুল গাছ (বুশ জাতীয় গাছ) ব্যতীত অন্য কোন গাছ লাগানো যাবে না।
- প্রতিটি কবরস্থানে প্রতিদিন সকাল ৬.০০ টা থেকে রাত ১১.০০ টা র্পযন্ত মৃতদেহ দাফন করা যাবে।
- কবর (১৫/২৫ বছর) মেয়াদী সংরক্ষন ও পাকাকরনের জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
- কবর সংরক্ষনের জন্য Óকবর মেয়াদী সংরক্ষন ও পাকাকরন সংক্রান্ত কমিটি”সভায় অনুমদোনের জন্য উস্থাপন করবেন এবং সভার কার্যবিবরনী মাননীয় মেয়র কতৃক অনুমোদিত হতে হবে।
- প্রতীকী মূল্যে মেয়াদী সংরক্ষনের আবেদন করলে স্থানীয় সরকার বিভাগ অনুমোদন করলে মেয়র এর অভিপ্রায় অনুযায়ী প্রতীকী মূল্যে নির্ধারিত হবে।
সংরক্ষিত এলাকার নীতিমালা:
- জায়গা খালি থাকা সাপেক্ষে কতৃপক্ষের অনুমোদন ক্রমে এবং নির্ধারিত ফি প্রদান করা সাপেক্ষে এককালীন ১৫ বছর বা সর্বোচ্চ ২৫ বছর এর জন্য সংরক্ষন করা যাবে।
কবর সংরক্ষন ফি
ক্রঃ নংকবরস্থানের নাম১৫ বছর মেয়াদী২৫ বছর মেয়াদী১বনানী কবরস্থান১,০০,০০,০০০১,৫০,০০,০০০২উত্তরা ৪ নং সেক্টর কবরস্থান৭৫,০০,০০০১,০০,০০,০০০৩উত্তরা ১২ নং সেক্টর কবরস্থান৫০,০০,০০০৭৫,০০,০০০৪উত্তরা ১৪ নং সেক্টর কবরস্থান৩০,০০,০০০৫০,০০,০০০৫মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান এবং২০,০০,০০০৩০,০০,০০০৬রায়ের বাজার স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থান১০,০০,০০০১৫,০০,০০০ - আবেদনকারী/মৃত ব্যক্তির বৈধ উত্তরসূরী ১৫/২৫ বছরের জন্য কবর সংরক্ষনের জন্য অনুমতি হয়ে থাকেন এবং পরবর্তী ১৫/২৫ বছরের জন্য কবর সংরক্ষনের জন্য আগ্রহী হন তাহলে উক্ত মেয়াদের মধ্যেই আবেদন করতে হবে।
- প্রতিটি কবরের জন্য বরাদ্দকৃত জায়গার পরিমান ৮'-০" X ৪'-০" এবং উচ্চতা হবে ছাদবিহীন অনধিক ৩'-০"।
- পুনঃকবরের নীতিমালা:
ক) বনানী কবরস্থানে পুন:কবরের ফি বাবদ ৫০,৫০০ টাকা এবং অন্যান্য কবরস্থানে ৩০,৫০০ টাকা প্রদান সাপেক্ষে দাফন করা যাবে।
খ) অনুমতি প্রদানের পূর্বে যথাযথ তথ্য যাচাই বাছাই সাপেক্ষে পুন:কবর এর অনুমোদন প্রদান করা হবে।
গ) সাধারণ এলাকায় দাফনকৃতদের কবর সংরক্ষনযোগ্য হবে না। তবে, বিশেষ ক্ষেত্রে সরকারের নির্দেশ এবং মেয়রের অভিপ্রায় অনুযায়ী কোন বরেণ্য ব্যক্তির কবর সাধারণ এলাকায় হলেও তা সংরক্ষন করা যাবে।
ঘ) বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের ইচ্ছানুযায়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে কোন কবরস্থানে কবর সংরক্ষন করতে পারবে।
ঙ) বীর মুক্তিযোদ্ধাদের কবর প্রথম ১০ বছর ফি ব্যাতিত সংরক্ষনের পর পরবর্তী সময়ের জন্য নির্ধারিত ফি প্রদান করতে হবে।
চ) নির্ধারিত সময়ের মধ্যে সংরক্ষিত কবর পরবর্তী সময়ের জন্য নবায়নের আবেদন না করা হলে সংক্রিয়ভাবে সংরক্ষণাদেশ বাতিল বলে গণ্য হবে।